নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ গতকাল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ফরিদপুর থানার অন্তর্গত লাউদোহায় মাধাইপুর বৈধ খোলামুখ খনিতে অবৈধ ভাবে কয়লা খনন করতে গিয়ে প্রাণ হারালেন ৫ জন।
পুলিশ সূত্রে জানা যায়, অবৈধ ভাবে কয়লা খনন চালানোর সময় বড়ো বড়ো কয়লার চাঙড় ধসে পড়ায় পাঁচ জন সেই কয়লার চাঙড়ের নীচে চাপা পড়ে যান। এছাড়া বেশ কয়েকজন আহতও হয়েছেন। লাউদোহা ও পাণ্ডবেশ্বর থানার পুলিশ এই খবর পেয়ে ঘটনাস্থলে এসে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালায়। আর এক জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাছাড়া এই খনির মধ্যে আর কেউ আটকে আছেন কি না সেই বিষয়ে সন্ধান চালানো হচ্ছে। পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, “এটি খুব দুঃখজনক ঘটনা।”