মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ নির্বাচনের ষষ্ঠ দফায় সাত সকাল থেকেই উত্তপ্ত হাবড়া। আজ এক অজ্ঞাত পরিচয় যুবকের রক্তাক্ত মৃতদেহ হাবড়ার কৈপুকুরের জমিদার গেট এলাকার একটি শুকনো পুকুর থেকে উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকাবাসীরা ওই যুবকের রক্তাক্ত মৃতদেহ রাস্তার পাশের শুকনো পুকুরে পড়ে থাকতে দেখেন। এরপরেই দ্রুত তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। মৃত ওই যুবকের শরীরের একাধিক অংশে আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে।
https://www.youtube.com/watch?v=Yd_vRV1uGdo
Sponsored Ads
Display Your Ads Hereকিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, “রাত ১২টা নাগাদ হঠাৎ এলাকায় বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই সময়ে সম্ভবত কেউ বাইরে থেকে এসে এলাকায় অশান্তি ছড়ানোর উদ্দেশ্যে ওই যুবকের মৃতদেহ ফেলে রেখে যায়”।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই যুবককে রীতিমতো খুন করা হয়েছে। ব্যক্তিগত আক্রোশ না রাজনৈতিক কারণে খুন!! তা জানতে পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে। নির্বাচন কমিশন এই ঘটনার রিপোর্ট তলব করেছে।
Sponsored Ads
Display Your Ads Hereঘটনাটি প্রকাশ্যে আসতেই হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহা ঘটনাস্থলে উপস্থিত হন। এই ঘটনা প্রসঙ্গে তিনি বলেছেন, “প্রশাসনের সঙ্গে কথা বলব। ভোটের দিন এ ভাবে দেহ উদ্ধার যথাযথ নয়। দেহ কোথা থেকে কিভাবে এল? তা সম্পূর্ণ খতিয়ে দেখতে হবে। আমরা একেবারেই নিশ্চিত যে এটা খুন। পুলিশ এলাকায় যে সিসিটিভি রয়েছে সেই ফুটেজ ভালোভাবে খতিয়ে দেখুক”।