নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ গতকাল সপ্তমীতে উত্তরপ্রদেশের ভদোহিতে আওরাই থানার অন্তর্গত একতা ক্লাবের আয়োজিত একটি দুর্গাপুজোর মণ্ডপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে ১০ বছর বয়সী ও ১২ বছর বয়সী দুই জন শিশু সহ এক জন মহিলার। আর আহত হয়েছেন প্রায় ৫২ জন।
জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় মণ্ডপে প্রায় ৩০০ জন উপস্থিত ছিলেন। আগুন লাগতেই মুহূর্তের মধ্যে মণ্ডপের কাপড়ে লেগে তা ছড়িয়ে পড়ে। পরে মণ্ডপের বাঁশে সেই আগুন লেগে যায়। এই অগ্নিকাণ্ডের পর মণ্ডপ থেকে বের হওয়ার জন্য হুড়োহুড়ি লেগে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
Sponsored Ads
Display Your Ads Here
দমকল বিভাগ অগ্নিকাণ্ডের খবর পেয়েই দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায়। কিন্তু উদ্ধারকার্য শুরুর আগেই মণ্ডপের ভিতরে থাকা ৫২ জন আগুনে পুড়ে আহত হয়েছেন। পরে তিন জনের মৃত্যু হয়। তবে এই ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে ডিএম সহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্যের তদারকি শুরু করেন। আহত নয় জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া গুরুতর দগ্ধ অবস্থায় ৩৩ জনকে বারাণসীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
জেলাশাসক গৌরাঙ্গ রাঠি এই ঘটনা প্রসঙ্গে জানান, ‘‘এই দুর্ঘটনার বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।’’