নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুরের তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়ার মিছিল থেকে ইট ছোঁড়ার অভিযোগ উঠলো চাকরীহারা শিক্ষকদের অবস্থান মঞ্চের দিকে। বিজেপির কর্মী-সমর্থকদের ছোঁড়া ইটের আঘাতে বেশ কয়েক জন চাকরীহারা শিক্ষক আহত হয়েছেন।
প্রসঙ্গত, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষক চাকরী হারিয়েছেন। এরপরেই চাকরীহারাদের একাংশ হাসপাতাল মোড়ের কাছে ধর্নায় বসেছিলেন। এদিকে, ২৫ শে মে তমলুকে নির্বাচন হওয়ার কথা। আজ ৬ ই মে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। আর এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় বিজেপির মিছিল থেকে ইট-পাটকেল ছোঁড়া হয় বলে অভিযোগ ওঠে।
Sponsored Ads
Display Your Ads Here
ফলে বিজেপির মিছিল হাসপাতাল মঞ্চের দিকে যাওয়ার পরেই উত্তেজনা শুরু হয়। নির্বাচন কমিশন এই ঘটনার কথা জানার পরেই তমলুকের পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছে। প্রয়োজনে পুলিশের উচ্চ পর্যায়ের আধিকারিকদের যাওয়ার নির্দেশ দিয়েছে। আর এই ঘটনা নিয়ে জেলা নির্বাচনী আধিকারিকের রিপোর্ট তলব করেছে। পাশাপাশি নির্বিঘ্নে মনোনয়ন পর্ব শেষ করার নির্দেশ দিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here