অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আগামী সোমবারের আগে রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। কিন্তু বাতাসে জলীয় বাষ্পের প্রাধান্য থাকায় তীব্র অস্বস্তি বাড়বে। আর তাপমাত্রাও কিছুটা বাড়বে।
গঙ্গাসাগর থেকে দক্ষিণ দিকে একটি অক্ষরেখা রয়েছে। আর উড়িষ্যার উপকূলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই দু’টি আপাতত বঙ্গমুখী। তবে আগমন সময় সাপেক্ষ হওয়ায় আপাতত দুই বঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে। যা সোমবার অবধি চলবে।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকালবেলা সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রী ছিল। ও সর্বোচ্চ তাপমাত্রা গতকাল থেকে ৩ ডিগ্রী বেড়ে ৩৪.১ ডিগ্রী হয়। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৯ শতাংশ।
এদিকে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেও আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।