নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিলিঃ পেগাসাস কাণ্ডের তদন্তে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারের কমিশন গড়ার সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ জারি করেছে। জুলাই মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইজরায়েলি স্পাইওয়্যারের সাহায্যে ফোনে আড়ি পাতার ঘটনায় তদন্তের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি মদন লোকুরের নেতৃত্বে দুই সদস্যের ওই তদন্ত কমিশন গড়েছিলেন।
ইজরায়েলি স্পাইওয়্যার ব্যবহার করে বিরোধী দলগুলির নেতা-নেত্রীদের ফোনে আড়ি পাতার ঘটনায় নিয়ে সুপ্রিম কোর্ট নরেন্দ্রে মোদী সরকারের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেছে। এই বিষয়ে প্রধান বিচারপতি এনভি রমণার বেঞ্চ ‘জাতীয় নিরাপত্তা’ নিয়ে কেন্দ্রের যুক্তিও খারিজ করেছে।
Sponsored Ads
Display Your Ads Here
এর পাশাপাশি গত অক্টোবর মাসে সুপ্রিম কোর্ট পেগাসাস কাণ্ডের তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে।
Sponsored Ads
Display Your Ads Here
আজ প্রধান বিচারপতি এনভি রমণার বেঞ্চ জানিয়েছে, “বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত বিচারপতি মদন লোকুরের নেতৃত্বাধীন তদন্ত কমিশনের পেগাসাস নিয়ে সমান্তরাল তদন্তের প্রয়োজন নেই বলে সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিশ জারি করার নির্দেশ দেওয়া হয়“।
Sponsored Ads
Display Your Ads Here