চয়ন রায়ঃ কলকাতাঃ আজ আর জি কর হাসপাতাল চত্বরে পড়ে থাকা একটি বড়ো ব্যাগকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়ায়। এই ঘটনায় দ্রুত বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে।
অন্যান্য দিনের মতোই আজ সকালবেলা জুনিয়র চিকিৎসকদের একাংশ আর জি কর হাসপাতাল চত্বরে অবস্থান মঞ্চে বসেছিলেন। কিন্তু হঠাৎ ওই মঞ্চের কাছে ই একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। তবে ওই ব্যাগটি কার, বার বার জিজ্ঞাসা করার পরেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। পরেই ব্যাগটিতে বোমা রয়েছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর অনেকেই অবস্থানমঞ্চ থেকে সরে যান। এই পরিস্থিতিতে বম্ব স্কোয়াডকেও খবর দেওয়া হয়েছে।
ইতিমধ্যে টালা থানার পুলিশ হাসপাতাল চত্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে যে, এই ব্যগটি কে বা কারা রেখে গেছে। প্রসঙ্গত, আর জি কর হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় এক মাসেরও বেশী সময় ধরে এই হাসপাতাল সংবাদের শিরোনামে রয়েছে। আর এই ঘটনায় বিচার চেয়ে গোটা রাজ্যবাসী পথে নেমেছেন। আপাতত কলকাতা হাইকোর্টের এই মামলার তদন্তভার সিবিআইয়ের (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) হাতে আছে।