ব্যুরো নিউজঃ রাশিয়াঃ রুশ বাহিনী আর সেনাপ্রধানদের নির্দেশ মানছেন না। অন্যদিকে সেনাবাহিনীর অস্ত্রশস্ত্র ও মনোবলেও অভাব দেখা দিয়েছে।
গতকাল ব্রিটিশ গোয়েন্দা তথা সাইবার ও নিরাপত্তা সংস্থা গভর্নমেন্ট কমিউনিকেশনস হেডকোয়াটার্সের প্রধান জেরেমি ফ্লেমিং ক্যানবেরায় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির একটি অনুষ্ঠানে যোগ দিয়ে জানান, ‘‘আমরা রাশিয়ার সৈন্যদের দেখছি। তাদের মধ্যে অস্ত্র এবং মনোবলের ঘাটতি দেখা দিয়েছে। নিজেদেরই যুদ্ধসরঞ্জাম নষ্ট করছে। উপরমহলের নির্দেশ পালন করতে অস্বীকার করছে।’’
Sponsored Ads
Display Your Ads Here
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ইউক্রেনের সামগ্রিক পরিস্থিতি বুঝতে ভুল করেছেন বলে মন্তব্য করে বলেন, “এটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে যে পুতিন পরিস্থিতি বিচার করতে অক্ষম হয়েছেন। এমনকি ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দেননি।’’
Sponsored Ads
Display Your Ads Hereভ্লাদিমি পুতিনের ধারণা ছিল, ক্রেমলিনের পাঠানো সেনা অতি সহজেই কিভ দখলে সফল হবে। ভ্লাদিমি পুতিনের উপদেষ্টারা তাঁকে সত্যি কথা বলতে ভয় পাচ্ছেন। তবে এই ভুল সিদ্ধান্তের পরিণাম যে এই যুদ্ধে রাশিয়ার পরাজয় সেই ইঙ্গিতও জেরেমি ফ্লেমিং স্পষ্ট ভাবে বুঝিয়ে দিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Hereজেরেমি ফ্লেমিং এও দাবী করেছেন যে, ভ্লাদিমি পুতিন কিভ দখলের চাহিদাতে মত্ত হয়ে কুখ্যাত ওয়াগনার বাহিনীকেও কাজে লাগিয়েছিল। এই ওয়াগনার গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধবিদ্ধস্ত বিভিন্ন দেশে অপরাধমূলক কার্যকলাপ চালানোর অভিযোগও রয়েছে।