অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ৭৯ দিনের মাথায় আজ সকালবেলা ৯ টা নাগাদ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি সাংবাদিক বৈঠক করে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। সকালবেলা ১০ টা থেকে ওয়েবসাইটে ফলাফল জানা যাচ্ছে। এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন ছিল।
এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯। আর ছাত্রীর সংখ্যা ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে, আজ পর্ষদের নির্ধারিত ক্যাম্প অফিস থেকে স্কুলের প্রতিনিধিদের হাতে মার্কশিট ও সার্টিফিকেট তুলে দেওয়া হবে। সেইসঙ্গে পরীক্ষার্থীদেরও মার্কশিট এবং সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে।
চলতি বছর প্রথম দশ জনের মধ্যে ১১৮ জন রয়েছে। প্রথম হয়েছে বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়াই ও বর্ধমান সিএমএস স্কুলের রৌনক মণ্ডল। প্রাপ্ত নম্বর ৬৯৩।
দ্বিতীয় হয়েছে মালদার গাজোল আদর্শ বাণী বিদ্যালয়ের কৌশিকী সরকার এবং পশ্চিম মেদিনীপুরের রৌনক মন্ডল। প্রাপ্ত নম্বর ৬৯২।
তৃতীয় হয়েছে পশ্চিম বর্ধমানের অনন্যা দাশগুপ্ত ও পূর্ব মেদিনীপুরের দেবশিখা প্রধান। প্রাপ্ত নম্বর ৬৯১।
চতুর্থ হয়েছে অভীক দাশ, অভিষেক দত্ত, সাগ্নিক কুমার দে এবং শ্রুতর্ষি ত্রিপাঠি জন। প্রাপ্ত নম্বর ৬৯০।
পঞ্চম হয়েছে শুভ্র দত্ত, পৌলমী বেড়া, সৌহার্দ্য সিনহা, সম্রাট মণ্ডল, অনিন্দ্য সাহা, আর্জিনি সাহা, জেনিফার রানা, দেবদত্ত কুণ্ডু, ধ্রুবজিৎ সাহা, শুভজিৎ সাহা, সামিয়া ইয়াসমিন ও আরমান ইস্তেয়াক আলি। প্রাপ্ত নম্বর ৬৮৯।
ষষ্ঠ হয়েছে ৬ জন। প্রাপ্ত নম্বর ৬৮৮।
সপ্তম হয়েছে ১০ জন। প্রাপ্ত নম্বর ৬৮৭।
অষ্টম হয়েছে ২২ জন। প্রাপ্ত নম্বর ৬৮৬।
নবম হয়েছে ১৫ জন। প্রাপ্ত নম্বর ৬৮৫।
দশম হয়েছে ৪০ জন। প্রাপ্ত নম্বর ৬৮৪।
আর ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন পরীক্ষায় পাশ করেছে। পরীক্ষায় পাশের হার ৮৬.৬ শতাংশ। পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৭.৬৩ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা কালিম্পং এ পাশের হার ৯৪.২৭ শতাংশ। তৃতীয় স্থানে থাকা পশ্চিম মেদিনীপুরে পাশের হার ৯৪.৬২ শতাংশ।
চতুর্থ স্থানে থাকা কলকাতায় পাশের হার ৯৪.৩৬ শতাংশ, পঞ্চম স্থানে থাকা ঝাড়গ্রা্মে পাশের হার ৯২.০৭ শতাংশ, ষষ্ট স্থানে থাকা উত্তর চব্বিশ পরগণায় পাশের হার ৯১.৯৮ শতাংশ এবং সপ্তম স্থানে থাকা দক্ষিণ চব্বিশ পরগণায় পাশের হার ৮৯.৬১ শতাংশ।