নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ এবার ম্যাট্রিমোনিয়াল সাইটে পরিচয়ের মাধ্যমে বিয়ের প্রতিশ্রুতিবশত উপহার পাঠানোর নামে এক যুবকের থেকে ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠলো এক যুবতীর বিরুদ্ধে।
নাগপুর পুলিশের এক আধিকারিক বিজয় আকটের তরফে জানা গেছে, “২০১৯ সালের সেপ্টেম্বর মাসে মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা পেশায় পুরোহিত সুশীলের ম্যাট্রিমোনিয়াল সাইটে এক যুবতীর সঙ্গে পরিচয় হয়। যুবতী নিজের নাম সুচিতা দাস জানিয়ে নিজেকে আমেরিকার নিউজার্সির নাগরিক বলে পরিচয় দেন। দু’জনের মধ্যে ফোন নম্বরও আদান-প্রদান করা হয়। এরপর কিছুদিন পরে সুশীল সুচিতাকে বিয়ের প্রস্তাব দেন। সেই প্রস্তাবে সুচিতা সম্মতিও জানান”।
Sponsored Ads
Display Your Ads Hereসুশীল সুচিতাকে আমেরিকা থেকে একটি মোবাইল পাঠাতে বলায় সুচিতা জানান, “তিনি শুধু মোবাইল পাঠাবেন না সাথে একটি ল্যাপটপ ও ১ লক্ষ ডলারও পাঠাবেন। এই কথামতো গত বছর অক্টোবর মাসে সুচিতা সুশীলকে জানিয়ে দেয় যে, মোবাইল, ল্যাপটপ এবং টাকা পাঠানো হয়ে গেছে”।
Sponsored Ads
Display Your Ads Hereএরপরেই একজন ব্যক্তি নিজেকে শুল্ক দপ্তরের আধিকারিক পরিচয় দিয়ে সুশীলকে ফোন করে সামগ্রীগুলি নেওয়ার জন্য কর বাবদ টাকা চান। তাই সুশীলও বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪০ লক্ষ ৬৪ হাজার ৮৫৩ টাকাও পাঠিয়ে দেয়। কিন্তু উপহার না পেয়ে বুঝতে পারেন তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। এরপরই পুলিশে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে দিল্লি থেকে ওই যুবতী, আমেরিকার এক নাগরিক সহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে।