পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ গতকাল দক্ষিণ চব্বিশ পরগণার বিষ্ণুপুর থানার হাটখোলা নুর্সিরদারচক এলাকায় মধ্যরাতেরবেলা প্রাক্তন প্রেমিকাকে ডেকে খুন করার পর সেই দৃশ্য দেখে ফেলায় তার জেঠিমাকেও হত্যা করে পলাতক ১ জন যুবক। এই জোড়া খুনের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য তৈরী হয়।
জানা যায়, গতকাল ৫৪ বছর বয়সী পূর্ণিমা নস্করের দেহ বাড়ির পাশের পুকুর থেকে পাওয়া যায়। আর তার কয়েক ঘণ্টা পরে ১৯ বছর বয়সী কলেজছাত্রী চুমকি নস্করের দেহ ওই পুকুর থেকে পাওয়া যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান।
Sponsored Ads
Display Your Ads Here
মৃতাদের পরিবারের দাবী, “দীর্ঘ দিন থেকে চুমকির পাশের পাড়ার সৌরভ মণ্ডলের সাথে সম্পর্ক ছিল। কিছু দিন আগে পরিবারের সদস্যরা বিয়ের কথা বললে সৌরভ বিয়ে করতে না চাওয়ায় সম্পর্ক ভেঙে যায়। সম্প্রতি চুমকি অন্য এক জন যুবকের সাথে মেলামেশা করছিল। ওই যুবক এ কথা জানার পরেই তাকে ফোন করে বাড়ির সামনে আসতে বলে।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর চুমকি বাড়ির বাইরে আসতেই খুন করা হয়। ওই সময় পূর্ণিমা দেবীও বাড়ির বাইরেই ছিলেন। তিনি এই খুন দেখে ফেলায় প্রমাণ লোপাট করতে পূর্ণিমা দেবীকেও খুন করা হয়। এরপর থেকে সৌরভ ও তার পরিবারের সদস্যদের বাড়িতে পাওয়া যায়নি। আপাতত পুলিশ মৃতদেহগুলি হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
পূর্ণিমা দেবী এবং চুমকির মাথায় আঘাতের চিহ্ন দেখে পুলিশের প্রাথমিক অনুমান, ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। ইতিমধ্যে সৌরভের খোঁজে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। এমনকি এলাকায় পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবার জুড়ে শোকের ছায়া নেমে আসে।