নিজস্ব সংবাদদাতা হাওড়াঃ হাওড়ার বোটানিক্যাল গার্ডেন থেকে গঙ্গায় ঝাঁপ দিয়েছিল স্থানীয় তিন জন তরুণ। সকলের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। তাদের মধ্যে দু’জন উঠে আসতে পারলেও তৃতীয় জন নদীতে তলিয়ে গিয়েছিল। আজ ওই তৃতীয় জনের দেহ উদ্ধার হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বোটানিক্যাল গার্ডেনের পূর্ব দিকের যে অংশে ভাঙন ধরেছে, এদিন সোনু মাঝি, প্রসেনজিৎ মাঝি ও আকাশ মাহাতো নামে ওই তিন জন তরুণ সেখানে জঙ্গলের মধ্যে বসে নেশা করছিল। তখন উদ্যানের নিরাপত্তারক্ষীরা তাড়া করলে সোনু, প্রসেনজিৎ এবং আকাশ ভয় পেয়ে দৌড়ে পালাতে গিয়ে গঙ্গায় ঝাঁপ দেয়।
Sponsored Ads
Display Your Ads Here
কিছুক্ষণ পরে সোনু ও আকাশ উঠে এলেও প্রসেনজিৎ উঠতে না পারায় বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরেও বন্ধুর সন্ধান না পেয়ে সোনু এবং আকাশ পাড়ায় ফিরে বিষয়টি জানায়। প্রসেনজিৎ এর বাড়িতেও খবর দেওয়া হয়। এরপর হাওড়া সিটি পুলিশের কাছে খবর দেওয়া হলে হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছে লঞ্চ নিয়ে তল্লাশী শুরু করেন। রাতভর তল্লাশি চালানোর পর আজ দেহ উদ্ধার করা করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে বোটানিক্যাল গার্ডেনের যুগ্ম-অধিকর্তা দেবেন্দ্র সিংহ জানান, ‘‘এই ঘটনাটি উদ্যানের মধ্যে ঘটেনি। আমাদের এলাকার বাইরে ঘটেছে। আমাদের নিরাপত্তারক্ষীরা বাইরে গিয়ে কাউকে তাড়া করেন না। কিন্তু মাঝেমধ্যে উদ্যানে অসামাজিক কাজ চলায় ব্যবস্থা নিতে হয়। তবে এদিনের ঘটনার সাথে তারা কোনোভাবেই জড়িত নন।’’ অন্যদিকে পুলিশ সোনু ও আকাশকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে সমগ্র বিষয়টি জানার চেষ্টা করছেন।
Sponsored Ads
Display Your Ads Here