নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ গতকাল সামাজিক প্রতিনিধি সম্মেলনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ চড়া সুরে জানান যে, “তালিবান ভারতের দিকে এগোলে দেশ বিমান হামলার জন্য তৈরী”।
পাশাপাশি রাজনৈতিক বিরোধীদেরও আক্রমণ করেন বলেন, “আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ শক্তিশালী হয়েছে। কোনো দেশ ভারতের দিকে কুনজর দিতে পারে না। তালিবানের জন্য পাকিস্তান ও আফগানিস্তানের অস্বস্তি হলেও তালিবান জানে যদি ভারতের দিকে এগোতে যায় তাহলে বিমান হামলা হবে”।
এমনকি যোগী সরকার নাম উল্লেখ না করে এসবিএসপি প্রধান ওম প্রকাশ রাজভরকে নিশানা করে তীব্র ক্টাক্ষ করে জানিয়েছেন যে, “তাঁর চিন্তা-ভাবনা কেবল নিজের পরিবারকে ঘিরে। বাবা মন্ত্রী হতে চেয়েছিলেন। এক ছেলে এম্পি হতে চেয়েছিলেন। আর অপর একজন এমএলসি হতে চেয়েছিলেন। এই ধরণের ব্ল্যাক্মেল করায় ইন্ধন দেওয়া লোকজনদের দোকান বন্ধ হওয়া উচিত”।