অভিজিৎ গুহঃ লখনউঃ আজ লখনউয়ে কংগ্রেসের কার্যকর্তা অজয় কুমার লাল্লুকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে কংগ্রেস কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন।
https://www.youtube.com/watch?v=Yso_nm4FOA0
প্রসঙ্গত বলা যায় যে, আজ কংগ্রেস কর্মীরা ডিজেল, পেট্রোলের চড়া মূল্য বৃদ্ধির জন্য বিক্ষোভ মিছিলের পাশাপাশি অজয় কুমার লাল্লুকে পুলিশী গ্রেপ্তারী থেকে মুক্তি দেওয়ার জন্য সুর চড়িয়ে ধর্না মিছিলে বসেন।
Sponsored Ads
Display Your Ads Here
কংগ্রেস কর্মীদের দাবী, “অজয় কুমার লাল্লুকে যেন পুলিশী হেফাজত থেকে রেহাই দেওয়া হয়। আর ডিজেল-পেট্রোলের দাম যাতে নিয়ন্ত্রণে আনা হয়”।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=E0L5ZTul0yc