নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ পূর্ব বর্ধমানের কালনার পাণ্ডুয়া মোড় এলাকায় স্ত্রী পেট্রোল পাম্পে চাকরী করার কারণে স্ত্রীর মাথায় হাতুড়ি মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।
স্ত্রী পূর্ণিমা চট্টোপাধ্যায়ের অভিযোগ, ‘‘স্বামী সমীর চট্টোপাধ্যায় দিনরাত নেশায় ডুবে থাকেন। সংসার চালানোর জন্য সংসারে কোনো টাকা-পয়সা দেন না।
দীর্ঘ দিন এমন চলতে থাকায় বাধ্য হয়ে পূর্ণিমা দেবী শ্বশুরবাড়ি ছেড়ে নাদনঘাটের ধামাই এলাকায় বাপেরবাড়ি চলে গিয়ে সেখানে একটি পেট্রোল পাম্পে চাকরী করতে শুরু করেন।’’
আর আজ পেট্রল পাম্পে থাকাকালীন সমীর রাগের বশে স্ত্রীর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। এরপর পেট্রোল পাম্পের কর্মীরা সমীরকে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দেন। আপাতত পূর্ণিমা ও সমীর দু’জনকেই কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে সমীর পুলিশের কাছে অভিযোগ করেছেন যে, পূর্ণিমাই তাঁর উপর আগে হামলা করেছিলেন। যদিও পুলিশ সমগ্র বিষয়টি সম্পর্কে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন।