নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ গতকাল শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের অন্তর্গত এনজেপি থানার পশ্চিম ভক্তিনগর এলাকায় পরকীয়া সন্দেহে স্ত্রীকে নৃশংস ভাবে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় চার বছর কর্মসূত্রে সুদীপ বৈশ্য স্ত্রী সুজাতা সিংহ বৈশ্য সহ তিন সন্তানকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন। আসল বাড়ি কোচবিহারের সিতাইয়ে। সুদীপ একটি দোকানে কাজ করত। আর সুপ্রিয়া রান্নার কাজ করত। সম্প্রতি স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে পরিবারে অশান্তি চলছিল।
এমনকি অশান্তি এমন জায়গায় পৌঁছায় যে, স্বামী-স্ত্রী আলাদা থাকা শুরু করেন। এদিন সুদীপ চার জন মহিলা ও এক জন পুরুষকে নিয়ে সুপ্রিয়ার কাছে গিয়ে আচমকা মারধর শুরু করেন৷ এরপর ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারেন। পরে আবার তারাই সুপ্রিয়াকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
এদিকে হাসপাতালে যাওয়ার আগেই সুদীপের সঙ্গে থাকা সকলে চম্পট দেন। অন্যদিকে, হাসপাতাল থেকেই শিলিগুড়ি থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে সুদীপকে জেরা করলে সে খুনের কথা স্বীকার করলে সুদীপকে শিলিগুড়ি থানার পুলিশ এনজেপি থানার হাতে তুলে দেন। পাশাপাশি মৃতা সুপ্রিয়ার পরিবার অভিযুক্ত সুদীপের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন।