ব্যুরো নিউজঃ পাকিস্তানঃ পাকিস্তানের করাচির সদর এলাকার আবদুল্লা হারুন রোডের একটি ফ্ল্যাট থেকে ৬০ বছর বয়সী মহম্মদ সোহেল নামে এক ব্যক্তির খণ্ডাকৃতি দেহ উদ্ধার হলো। আর পাশেই তার ৪৫ বছরের স্ত্রী রুবাব ঘুমাচ্ছিলেন।
করাচি পুলিশ এই খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেহের খণ্ডগুলি উদ্ধার করে জিন্না মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশী জেরায় রুবাব প্রথমে জানান, “সোহেলবাবু তার স্বামী। কিন্তু কিছুক্ষণ পরেই জামাইবাবু বলে দাবী করেন”।
Sponsored Ads
Display Your Ads Here
তবে প্রতিবেশীদের কাছে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা গিয়েছে যে, দু’জনের বিয়ে হয়নি। কিন্তু সোহেলবাবুর প্রথম পক্ষের স্ত্রীর সন্তান জানিয়েছে, তাদের ছ’বছর বিয়ে হয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
করাচি প্রিডি থানার আধিকারিক সাজ্জাদ খান জানিয়েছেন যে, “দাম্পত্য বিবাদের জেরে উভয় নেশাগ্রস্ত অবস্থায় থেকে এই খুন হয়েছে”।
Sponsored Ads
Display Your Ads Here