নিজস্ব সংবাদদাতাঃ ছত্রিশগঢ়ঃ স্বামীর সঙ্গে বাড়িতে বসে মদ্যপান করার সময় হঠাৎ মত্ত অবস্থায় স্বামী কামাতুর হয়ে পড়লে স্ত্রীকে মনের ইচ্ছা জানানোর পর অশান্তি শুরু হয়। এরপর মতের অমিল হওয়ায় রাগের বশে স্ত্রীকে খুন করে স্বামী শঙ্কর রাম। ছত্রিশগঢ়ের যশপুর জেলায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। মৃতার নাম আশাবাই।
সূত্রের খবর, শঙ্কর সুরাপান করার কিছুক্ষণ পর আশার সঙ্গে সঙ্গমে লিপ্ত হতে চেয়েছিল। কিন্তু সে রাজি না হওয়ায় শংকর অশান্তি শুরু করে দেয়। ফলে অশান্তি বাড়তে থাকায় আশা কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তখন শংকর কুয়োয় ঝাঁপ দিয়ে আশাকে উদ্ধার করে। কিন্তু ফের একই কারণে ঝগড়া শুরু হয়। আর আশা দ্বিতীয় বারও সঙ্গমে বাধা দেওয়ায় শংকর রাগের বশে তার উপর শারীরিক নির্যাতন করতে শুরু করে।
এমনকি যৌনাঙ্গে আঘাত করে ক্ষত-বিক্ষত করে শেষমেশ আশাকে মেরে ফেলে। এদিকে খুনের পর সারারাত মৃতদেহের পাশে বসেছিলেন। গতকাল সকালবেলা প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে শঙ্করকে গ্রেফতার করেন।পাশাপাশি তদন্তে নেমে গোটা বিষয়টি খতিয়ে দেখছেন।