নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ গতকাল মালদার চাঁচল এক নম্বর ব্লকের শঙ্করকলা গ্রামে শোওয়ার ঘরের বাইরে থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার ১ ব্যক্তির মৃতদেহ। মৃতের নাম নারায়ণ দাস। বয়স ৩৫ বছর। পেশায় একজন পরিযায়ী শ্রমিক। জানা যায়, স্ত্রী নারায়ণবাবুকে চোখে ছুঁচ ফুটিয়ে খুন করেছে। আর সারা শরীরে অনেক ক্ষত চিহ্নও ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
পরিবারের অভিযোগ, “দীর্ঘদিন থেকে নারায়ণের স্ত্রী পবিত্রা দাস এক জন যুবকের সাথে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত ছিল। এই নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকত। বুধবার নারায়ণ বোনকে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিল। বাড়ি ফিরে দেখে, ওই সময় স্ত্রীর প্রেমিক ফাঁকা বাড়িতে দেখা করতে এসেছিল।
Sponsored Ads
Display Your Ads Here
আর এই ঘটনাটি দেখে ফেলার কারণেই তাকে মারধর করে চোখে ছুঁচ ফুটিয়ে দেওয়া হয়। এরপর গলায় দড়ি পরিয়ে সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয়।” পরদিন ঘরে ঝুলন্ত দেহ দেখতে পেয়ে চাঁচল থানার পুলিশের কাছে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। আর পরিবারের অভিযোগের ভিত্তিতে স্ত্রীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু তার প্রেমিক পলাতক হওয়ায় তল্লাশি চালানো হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here