নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের বিরকাঁড় এলাকায় মদ্যপ স্বামীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠলো স্ত্রীর বিরুদ্ধে।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, ৩৫ বছর বয়সী বিশ্বজিত্ কোটাল প্রতিদিন মদ্যপান করে বাড়িতে অশান্তি করতেন। স্ত্রী প্রতিমা কোটাল মদ্যপানের প্রতিবাদ করলে মারধরও করতেন। এর জেরে প্রতিমা বিশ্বজিৎ এর উপর রীতিমতো ক্ষুব্ধ ছিলেন। গতকাল রাতেও বিশ্বজিৎ মদ্যপান করে এসে প্রতিমার সাথে অশান্তি শুরু করে।
এরপর প্রতিমা ও বিশ্বজিত্ এর মধ্যে হাতাহাতিও হয়। কিন্তু রাতেরবেলা অশান্তি থেমেও গেলেও আজ সকালে বিশ্বজিত্ এর দেহ ঘর থেকে উদ্ধার করা হয়। বিশ্বজিত্ এর মা এই ঘটনায় অভিযোগ তোলেন যে, “ছেলেকে শ্বাসরোধ করে বউমাই খুন করেছে”।
এদিন সকালে নারায়নগড় থানার পুলিশ আধিকারিকরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি লাঠি এবং গামছা উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি প্রতিমাকে খুনের ঘটনার সাথে জড়িত সন্দেহে গ্রেপ্তার করেছে।
অবশ্য ওই মহিলা এই খুনে জড়িত কি না তা জানার চেষ্টা চালানো হচ্ছে। আর যদিো বা খুন করে থাকে তাহলে সেক্ষেত্রে এই খুনের কারণ কি শুধুই অত্যাচার? নাকি বিবাহ বহির্ভূত সম্পর্ক তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।