নিজস্ব সংবাদদাতাঃ পুরুলিয়াঃ গত সাত দিন ধরে রঘুনাথপুর থানার বেড়ো গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাঙ্গামাটিয়া গ্রামের বাসিন্দারা ডায়রিয়ার প্রকোপে ভুগছেন। এদের মধ্যে কয়েকজন গ্রামবাসী রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, “এখনো অবধি ২০ থেকে ২৫ টি পরিবারের সদস্য ডায়রিয়ার প্রকোপে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য দপ্তরের কর্মীরা এই ঘটনার খবর পেয়ে গ্রামে পৌঁছায়। আক্রান্তদের প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে”।
Sponsored Ads
Display Your Ads Here
স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, “মূলত দূষিত জল পান করার কারণেই এই সমস্যা দেখা দিয়েছে। এছাড়া এই গ্রামে একটি মাত্র চাপা কল ছাড়া পানীয় জলের কোনোরকম সুব্যবস্থা না থাকায় গ্রামের বাসিন্দারা কুয়োর জল ব্যবহার করেন”।
Sponsored Ads
Display Your Ads Here
বহুবার গ্রামের বাসিন্দারা প্রশাসনকে পানীয় জলের বিষয়ে জানালেও প্রশাসনের তরফ থেকে কোনোরকম পদক্ষেপ না নেওয়ায় গ্রামের বাসিন্দারা প্রশাসনের ওপর অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন।
Sponsored Ads
Display Your Ads Here