নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ অতি বৃষ্টিতে হিমাচল প্রদেশ একেবারে বিপর্যস্ত হয়ে গেছে। আচমকা প্রবল বৃষ্টিতে মানালি ও লাহুল উপত্যকার নদী-নালাগুলিতে জলস্তর বেড়ে গিয়েছে। বহু জায়গায় ধস নেমে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। পরিস্থিতি বিচার করে প্রশাসনের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে।
হিমাচলপ্রদেশ জুড়ে বিভিন্ন জায়গায় বহু মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ১৫০ জনেরও বেশী পর্যটক বিভিন্ন পয়েন্টে আটকে পড়েছেন। জরুরী ভিত্তিতে উদ্ধারকার্য শুরু হয়েছে। সাধারণ মানুষও আটকে পড়া পর্যটকদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কাজ করছেন।
Sponsored Ads
Display Your Ads Here
মানালির দওয়াদা এলাকায় বিপাশা নদী প্লাবিত হয়ে গিয়েছে। নদীর জল উপচে রাস্তায় উঠে পড়েছে। চণ্ডীগড়-মানালি হাইওয়েতে যান পরিবহণ কাটৌলা-বাজাউরা সড়কে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কুলু প্রশাসন স্থানীয় বাহাঙ্গ গ্রামের মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
লাহুল-স্পিতির বিভিন্ন সড়কে প্রায় দেড়শোটি গাড়ি দাঁড়িয়ে পড়েছে। তাদেরও ধস প্রবণ এলাকা থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। ছত্রু নামক স্থানে প্রায় ৭০ জন মানুষ বিচ্ছিন্ন হয়ে রয়েছেন। তাদেরও উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here