নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ গতকাল ভোরে জলন্ধর-পাঠানকোট জাতীয় সড়কের উপর রায়পুর রসুলপুর গ্রামে এক ভয়ানক সড়ক দুর্ঘটনায় ১১ মাসের এক শিশু সহ মহারাষ্ট্রের অমরাবতীর একটি পরিবারের চার জন সদস্যের মৃত্যু ঘটেছে। মৃতরা হলেন ৫৯ বছর বয়সী গানু, ৩৩ বছর বয়সী ছেলে লোকেশ্বর, ২৬ বছর বয়সী স্ত্রী অনিশা ও লোকেশ্বর এবং অনিশার ১১ মাস বয়সী মেয়ে নীহারিকা।
জানা যায়, পরিবারটি একটি চার চাকা গাড়িতে করে জম্মুর কাছে কাটরার বৈষ্ণো দেবী মন্দির থেকে ফিরছিল। এমন সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা দেওয়ার আগে একটি টয়োটা ইনোভাকে ধাক্কা দেয়। এর জেরে গাড়িটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়। এরপর প্রত্যক্ষদর্শীরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও তাদের মৃত বলে ঘোষণা করা হয়। এদিকে, ইনোভা গাড়িটিতে থাকা দু’জন ব্যক্তিকেও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।