ব্যুরো নিউজঃ আমেরিকাঃ তীব্র ঠান্ডা হাওয়া ও তুষার ঝড়ে আমেরিকার বিভিন্ন প্রদেশ একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছে। একদিকে যেমন শৈত্য প্রবাহ তেমন অপরদিকে প্রবল তুষারপাত অর্থাৎ প্রকৃতির এই ত্রিমুখী আগ্রাসন বোমা পড়ার মতো আছড়ে পড়ায় আবহবিদরা এই প্রাকৃতিক দুর্যোগকে ‘বম্ব সাইক্লোন’ নামে অভিহিত করেছেন।
এই তুষার ঝড়ে রাস্তা, গাছপালা, ঘর-বাড়ি, রাস্তার পাশে দাঁড়ানো গাড়ি সব কিছুই সাদা বরফের চাদরে ঢাকা পড়েছে। শুধু ম্যাসাচুসেটসেই সহস্র বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বহু এলাকার সাথে যোগযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একের পর এক উড়ান বাতিল হয়ে গেছে।
Sponsored Ads
Display Your Ads Here
আমেরিকার হাওয়া অফিস ‘ন্যাশনাল ওয়েদার সার্ভিস’ জানাচ্ছে, ‘কোথাও ১০ মাইল তো কোথাও ৩০ মাইল প্রতি ঘণ্টা বেগে ঝড় বইছে। সাথে তুষারপাতও চলছে। বিভিন্ন জায়গায় প্রায় দু’ ফুটের উপর বরফ জমে রয়েছে। আরো বড়ো তুষার ঝড় এবং তাপমাত্রা আরো নীচে নামার সম্ভাবনা আছে। বোস্টন, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক ইত্যাদি বিভিন্ন এলাকায় শীতলতম আবহাওয়ার পূর্বাভাস রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
লং আইল্যান্ডে গাড়ির ভিতরে বরফজমা অবস্থায় এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। ম্যাসাচুসেটস, নিউ জার্সি, নিউ ইয়র্ক থেকে পেনসিলভানিয়া সহ সব জায়গায় রেকর্ড তুষারপাত হয়েছে। এই পরিস্থিতিতে ওয়ার্মিং সেন্টারে এ নিয়ে যাওয়া হচ্ছে। বিভিন্ন আশ্রয় শিবির।খুলে দেওয়া হচ্ছে বিভিন্ন আশ্রয় শিবির।
Sponsored Ads
Display Your Ads Here
ইতিমধ্যে কর্মীরা রাস্তায় বরফ সরানোর কাজে নেমে পড়েছেন। পরিবহণ দপ্তর ন্যূনতম যাতায়াতের পথ বের করার চেষ্টা চালাচ্ছে। আবহাওয়ার পরিস্থিতির পর্যালোচনা করে নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এই সময়ে প্রশাস্নের তরফ থেকে বিপর্যস্ত এলাকার বাসিন্দাদের খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার আবেদন জানানো হয়েছে।