Indian Prime Time
True News only ....

বিশ্বকাপে হার মেনে নিতে না পেরে উত্তাল গোটা দেশ

ব্যুরো নিউজঃ ফ্রান্সঃ গতকাল বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স আর্জেন্টিনার কাছে হারের পর ফ্রান্সের সমর্থকরা দেশের রাস্তায় রাস্তায় বিক্ষোভ দেখালেন। ফলে পুলিশ পরিস্থিতি সামলাতে কড়া পদক্ষেপ গ্রহণ করলেন।

আর্জেন্টিনার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফ্রান্স পরাজিত হয়েছে। ম্যাচ টাইব্রেকারে নিয়ে গিয়েও জিততে পারেনি। তাই ফ্রান্সের সমর্থকরা প্যারিস সহ ফ্রান্সের অন্যান্য শহরে বিক্ষোভ দেখান।

এরফলে পুলিশ উত্তেজিত ফুটবল ভক্তদের নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাস অবধি ছোঁড়েন। এছাড়া বেশ কয়েকজন বিক্ষোভকারী ফুটবল ভক্তকে গ্রেফতার করা হয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.