ব্যুরো নিউজঃ ইউক্রেনঃ আজ হামলার দ্বিতীয় দিনে ভোরবেলা ৪ টা ২৫ মিনিটে রাশিয়ার রকেট আঘাত করেছে। পরপর জোড়া বিস্ফোরণে শহর কেঁপে উঠেছে। ইউক্রেন পুলিশের অনুমান ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়েছে। এদিকে রুশ ট্যাঙ্কবাহিনী বেলারুশের মঝয়র সেনাঘাঁটি থেকে সীমান্ত পেরিয়ে ঢুকতে শুরু করে।
এছাড়া ইউক্রেনের সীমান্তরক্ষী বা বর্ডার গার্ডদের ওপর হামলা চালানো হয়েছে। রুশ সেনা একের পর এক প্রদেশে প্রবেশ করে কার্যত ধ্বংসলীলা চালাচ্ছে। তবে এরই মধ্যে ইউক্রেনের বিমানবাহিনী ও এয়ার ডিফেন্স ইউনিটগুলিও যথেষ্ট প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে। ইউক্রেনের দাবী, রাজধানী কিয়েভে একটি রুশ বিমান গুলি করে নামানো হয়েছে।
রুশ প্রতিরক্ষা সূত্রে জানা গেছে, গতকাল যুদ্ধের প্রথম দিন আকাশ, নৌপথ, কিভের সেনা সদর এবং অসমারিক বিমানবন্দর ও ঘনাবসতিপূর্ণ এলাকা সহ ইউক্রেনের উপর মোট ২০৩ টি হামলা চালানো হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই রুশ সেনার বৃহত্তম অভিযান।
ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে যুদ্ধ থেকে বিরত হওয়ার বার্তা দিয়েছেন। এর পাশাপাশি কেন্দ্র আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে তৎপর হয়ে উঠেছে। উল্লেখ্য যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো ইউরোপীয় দেশ এ হেন বৃহৎ আক্রমণের মুখে পড়েছে।