ব্যুরো নিউজঃ মিসিসিপিঃ ক্যালিফোর্নিয়ার পরে এবার টর্নেডোর প্রকোপে লণ্ডভণ্ড মিসিসিপি। শুক্রবার গভীর রাতেরবেলা মিসিসিপি জুড়ে টর্নেডোয় মৃত্যু হয়েছে ২৩ জনের। আর আহত হয়েছেন প্রচুর মানুষ। এছাড়া ১০০ জনেরও বেশী আশ্রয়হীন ও চার জন নিখোঁজ হয়েছে।
আবহাওয়া দপ্তরের আশঙ্কা, টর্নেডোয় প্রায় ১০০ মাইল এলাকা জুড়ে ক্ষয়-ক্ষতি হয়েছে। এর ফলে পশ্চিম মিসিসিপির সিলভার সিটি নামে একটি ছোটো শহর বিদ্যুৎহীন হয়ে পড়ে। বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে প্রচুর গাছ ভেঙে পড়েছে। আবার বেশ কিছু অংশে টর্নেডোর সতর্কতা জারি করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here