যশের প্রভাবে কয়েক মিনিটের দমকা হাওয়ায় লন্ডভন্ড গোটা এলাকা

Share

স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ ভোর রাতে কয়েক মিনিটের দমকা হাওয়া। তাতেই গোটা এলাকা পুরো লন্ডভন্ড। একাধিক ঘরবাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে। হাজার হাজার পোল্ট্রি মুরগি মারা গেছে। লক্ষ লক্ষ টাকা ক্ষতির আশঙ্কায় গ্রামবাসীদের মাথায় হাত। নদীয়ার শান্তিপুর থানার বাগআঁচড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটেছে।

https://www.youtube.com/watch?v=_XjfueVD1P0


একদিকে করোনা সংক্রমণ অন্যদিকে লকডাউনের ফলে এমনিতেই মানুষ আর্থিক সংকটে ভুগছে। তার উপর যশ এর প্রভাবে ভোররাতের কয়েক মিনিটের দমকা হাওয়াতে শান্তিপুর থানার বাগাছরা গ্রাম পঞ্চায়েতের হিজুলি ও করমচাপুর এলাকায় গ্রামবাসীদের শেষ সম্বলটুকু ছিন্নভিন্ন করে দিল। বেশ কয়েকটি ঘর-বাড়ি মাটিতে মিশিয়ে দিয়েছে। একাধিক আম গাছ এবং ইলেকট্রিক পোল ভেঙে পড়েছে। ঝড়ে হাজার হাজার পোল্ট্রি ফার্ম উড়িয়ে নিয়ে গেছে।

https://www.youtube.com/watch?v=fir6gicj6Hs




https://www.youtube.com/watch?v=Gf2FtVHyxxA


যার ফলে গ্রামবাসীরা লক্ষ লক্ষ টাকা ক্ষতির আশঙ্কা করছেন। গ্রামবাসীদের দাবী, “যদি সরকার ও প্রশাসনের তরফ থেকে কিছু সাহায্য পাওয়া যায় তবেই ঘুরে দাঁড়াতে পারবেন। কারণ তাদের যেটুকু শেষ সম্বল ছিল সেটুকু সব নষ্ট হয়ে গেছে”।

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031