নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ আজ বীরভূমের খয়রাশোলের নোপাড়া গ্রামে অবৈধ কয়লা মজুত করার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সাথে এলাকার বাসিন্দাদের তুমুল সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন ৪ থেকে ৫ জন গ্রামবাসী। আহত হয়েছে পুলিশ আধিকারিকেরাও।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, দীর্ঘদিন থেকেই ঝাড়খণ্ড লাগোয়া লোকপুর থানা এলাকার এই নোপাড়া গ্রামে অবৈধ কয়লা মজুত করার অভিযোগ সামনে আসছিল। পরে ঝাড়খণ্ড থেকে এনে এই কয়লাগুলি মজুত করা হচ্ছিল। এদিন পুলিশ প্রশাসনের তরফ থেকে সেই কয়লা বাজেয়াপ্ত করার জন্য অভিযান চালাতেই পুলিশ ও এলাকার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
স্থানীয় সূত্রে জানা গেছে যে, এদিন পুলিশ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এর জেরে চার থেকে পাঁচ জন গ্রামবাসীর গুলি লেগেছে। এরপর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু পাল্টা পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, গ্রামবাসীদের আক্রমণে একাধিক পুলিশকর্মীও আহত হয়েছেন। দু’জন ওসি আক্রান্ত হয়েছেন। তবে পুরো গ্রাম জুড়ে এই ধুন্ধুমার পরিস্থিতি আয়ত্তে আনতে আরো পুলিশ বাহিনী পাঠানো হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
Sponsored Ads
Display Your Ads Here