শনিদেবকে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে দণ্ডনায়ক বলা হয়। আর এবার শনিদেব নিজের চলার পথ পাল্টাতে চলেছেন। উৎসবের মরশুমে শনিদেব পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন। ফলে একগুচ্ছ রাশি লাভ পাবে। আসন্ন ৬ ই অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজো। এবার ঠিক কোজাগরী লক্ষ্মীপুজোর আগেই ৩ রা অক্টোবর শনিদেব নক্ষত্র পাল্টাবেন। তাতে তিন রাশি লাভবান হতে চলেছে।
বৃষঃ আয় হু হু করে বৃদ্ধি পাবে। কোনো আইনী মামলায় নিজের পক্ষে রায় আসতে পারে। কেরিয়ারে নতুন কোনো অভিজ্ঞতা হবে। বিনিয়োগে লাভ হবে। প্রমোশন বা নতুন চাকরীর অফার আসতে পারে। কোথাও যাত্রা করলে লাভ হবে। পার্টনারের সাথে ভালো সময় কাটবে।
মিথুনঃ শনিদেবের চাল বদলে একাধিক রাশির জাতক-জাতিকারা লাভ পেতে পারে। যারা চাকরীহীন তারা চাকরী পেতে পারেন। আবার চাকরীরতদের কর্মস্থলে নতুন দায়িত্ব আসতে পারে। নতুন চাকরীর প্রমোশনও আসতে পারে। কোনো অংশীদার ও ব্যবসাদারের সহযোগীতা পাওয়া যেতে পারে। ব্যবসায় সাফল্য আসতে পারে। এই সময় আপনার উদ্যম বাড়বে। বাবার সাথে ভালো সম্পর্ক থাকবে।
Sponsored Ads
Display Your Ads Here
মকরঃ শনিদেব আপনার রাশিতে তৃতীয় স্থানে অবস্থান করছে। আপনার সাহস এবং পরাক্রমে বৃদ্ধি হবে। সম্পত্তির সুখ পাওয়া যেতে পারে। টাকার সেভিংস করতে পারবেন। গাড়িও ভাগ্যে আসতে পারে। ভাই-বোনদের সহযোগীতা প্রাপ্ত হবে। শত্রুদের থেকে মুক্তিও পাওয়া যাবে। ফলত কোজাগরী লক্ষ্মীপুজোর আগে অনেক দিক থেকে উপকার পাওয়া যাবে।