নিজস্ব সংবাদদাতাঃ আসানসোলঃ আসানসোলের জামুরিয়ায় ইসিএলের কুনুস্তরিয়া এরিয়ার নর্থ সিয়ারশোল খোলামুখ কয়লা খনিতে বিস্ফোরণের জেরে বাড়ির সীমানার পাঁচিল ধসে পড়লো। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্যদের অভিযোগ, “নর্থ সিয়ারশোল খোলামুখ খনিতে কয়লা উত্তোলন চলাকালীন বিস্ফোরণের জেরে বাড়িতে কম্পন অনুভূত হয়। এমনকি বাড়িতে ফাটলও দেখা দিয়েছে। তবে এবারেরও বিস্ফোরণের জেরে বাড়ির সীমানার পাঁচিল ধসে পড়ে।” এলাকাবাসী বিশ্বজিৎ দাস জানান, “ওরা ওইখানে বিস্ফোরণ ঘটাচ্ছে। যার কারণে ঘর-বাড়িতে কম্পন হচ্ছে। এই বিষয়ে বহুবার ইসিএল কর্তৃপক্ষকে লিখিত দেওয়া হয়েছে। আমাদের সাথে আলোচনাও করেছে। এরপর আবার যে কে সেই একই কাজ করছে। বেশী-বেশী বারুদ ফাটানো হচ্ছে।
ইতিমধ্যে এই এলাকার প্রায় পঞ্চাশটি ঘরই ক্ষতিগ্রস্ত হয়েছে।” এদিকে, ইসিএলের আধিকারিকরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের দাবী, “পুনরায় যাতে এই ধরণের ঘটনা না ঘটে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে।” এমনকি, কয়লাখনিতে বিস্ফোরণ বন্ধের দাবীও জানিয়েছেন।