নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ গুলাবের প্রভাবে ফের গতকাল ঝোড়ো হাওয়ার সাথে রাতভর একটানা বৃষ্টির জেরে জেরবার গোটা দক্ষিণবঙ্গ। আর এর মধ্যেই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা থানার অন্তর্গত করঞ্জি গ্রামে দেওয়াল ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটানা বৃষ্টিতে মাটির দেওয়াল নরম হয়ে এসেছিল। আজ সকালবেলা ৩৭ বছর বয়সী প্রতিমা বাগ নামে এক মহিলা গৃহপালিত পশুদের খাবার দিতে গিয়েছিল। সেই সময় হঠাত্ই সেই দেওয়াল ধসে পড়ে।
Sponsored Ads
Display Your Ads Here
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরী হওয়া নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টি হবে। এবার সেই পূর্বাভাস মতোই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলি বৃষ্টিতে ভাসছে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রতিবেশীরা দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এরপর মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়।
Sponsored Ads
Display Your Ads Here
যদিও আলিপুরের হাওয়া অফিস সূত্রে জানা গেছে, নিম্নচাপ ক্রমশ পশ্চিমে সরে যাচ্ছে। এর ফলে বাংলার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।