মহম্মদ মোখতারঃ বাংলাদেশঃ আচমকাই আজ দুপুরে বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে এনসিসি ভবনের সামনে দুবাই ভিসা সেন্টারে হঠাত্ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।যার ফলে এসি কন্ট্রোল রুমের মধ্যে প্রাণ হারিয়েছেন ১ জন। আর আহত হয়েছেন প্রায় ৬ জন। আহতদের বেসরকারি ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিস্ফোরণের খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছায়।
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা মহম্মদ রায়হান বলেছেন, “গুলশান ২ এর ৯৩ নম্বর রোডের ৬ নম্বর ইম্পেরিয়াল ফিনান্সিয়ালের ১৪ তলা ভবনের নীচতলায় আরব আমিরাত অ্যাম্বাসির ভেতরে বিকট শব্দে কাচের জানালা ভেঙে যায়। আর তখনই এসি কন্ট্রোল রুমে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়”।
Sponsored Ads
Display Your Ads Hereখবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ এসে পুরো বিষয়টির তদন্ত করে দেখছেন। তবে বর্তমানে সার্চিং এর কাজ অব্যাহত।