নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ কোচবিহারের পুন্ডিবাড়ি থানার দক্ষিণ মরা নদীর কুঠি এলাকায় গরু চোর সন্দেহে পুলিশেরই এক চরকে আটক করার অভিযোগ উঠলো গ্রামবাসীদের বিরুদ্ধে।
গ্রামবাসীদের অভিযোগ, ‘‘কয়েক দিন ধরে গ্রামে পর পর চুরি হওয়ায় রাতেরবেলা গ্রামবাসীরা পাহারায় বসেন। কিন্তু বুধবার ভোরবেলা প্রায় ৪ টে নাগাদ দেখেন, এক জন যুবক গ্রামের ভিতর দিয়ে মোটরবাইক ঠেলে হাঁটাপথে যাচ্ছেন। সন্দেহ হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করার কিছু ক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধারের চেষ্টা করেন।’’
Sponsored Ads
Display Your Ads Here
ফলে গ্রামবাসীদের একাংশ পুলিশের উপর হামলা চালালে এক জন অফিসার (এএসআই) সহ তিন জন পুলিশকর্মী আহত হয়েছেন। পরে জেলা পুলিশের ডিএসপি (হেড কোয়ার্টার) চন্দন দাসের নেতৃত্বে পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে আহত পুলিশকর্মীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে পুলিশ জানিয়েছে, ‘‘ওই রাতেরবেলা পুলিশ এক জন অপরাধীকে গ্রেফতার করতে ওই গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিল। আর পুলিশের চর হিসাবে কাজ করা এক জন যুবক মোটরবাইক নিয়ে পুলিশকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। এরপর পুলিশের ভ্যান থেকে বেশ কিছুটা এগিয়ে গিয়ে একটি রাস্তায় ঢুকে পড়লে পুলিশের গাড়ির দূরত্ব বেড়ে যায়। ওই সময়েই গ্রামবাসীরা ওই যুবককে গোরু চোর সন্দেহে আটক করেন।’’
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু গ্রামবাসীরা পাল্টা এই প্রসঙ্গে জানান, ‘‘ওই যুবক মোটরবাইকে তেল নেই জানিয়েছিল। তবে মোটরবাইকে প্রচুর তেল ছিল। এছাড়া বাড়িতে ফোন করার নাম করে পুলিশকে ফোন করে। যে ফোন পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু একাধিক বার চুরি হওয়ার পরেও পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। তবে পুলিশকে অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করার দাবী জানানো হয়েছে।’’