Indian Prime Time
True News only ....

মুর্শিদাবাদে বিএসএফের কাছে প্রাণ ভিক্ষার কাতর আর্জি গ্রামবাসীদের

নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের সুতি থেকে ধুলিয়ান সর্বত্রই উত্তপ্ত। তবে এবার বিএসএফ সামশেরগঞ্জে রুট মার্চ শুরু করে দিল। সামনে রাজ্য পুলিশ রয়েছে। এরইমধ্যে গ্রামবাসীদের ‘‘বাঁচান আমাদের, আমরা আর পারছি না’’, এই বলে বিএসএফের কাছে হাতজোড় করে কাতর আর্জি করতে দেখা গেল। রাষ্ট্রপতি শাসনেরও দাবি তুলছেন গ্রামবাসীদের অনেকে। মূলত জাফরাবাদ, লক্ষ্মীমন্দির-সহ একাধিক অংশ এখন তপ্ত হয়ে রয়েছে। এরইমধ্যে জাফরাবাদে বাবা ও ছেলে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।

ভয়াবহ অভিজ্ঞতার কথা বলছেন সামশেরগঞ্জের এক বাসিন্দা। তীব্র আতঙ্কের মধ্যে তিনি বলছেন, বাজারে আমার মিষ্টির দোকান রয়েছে। কিছু লোক বাইরে থেকে এসে আমার দোকানে আক্রমণ করে। লুঠপাঠ চালায়। বাড়িতেও ভাঙচুর করে। রাত থেকেই আমরা তীব্র আতঙ্কে রয়েছি। আমাদের বাড়ির লোকেরা ঝাড়খণ্ডে এক বন্ধুর বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে। এলাকার কিছু মহিলা বলছেন, “দরজা পুরো ভেঙে ফেলেছে। পাথর ছু়ড়েছে।” কাঁদতে কাঁদতে আর এক মহিলা বলছেন, “আমাদের দোকান পুরো ভেঙে ফেলেছে। আগুন জ্বালিয়ে দিয়েছে। কিচ্ছু বাঁচেনি। কী খাব এবার আমরা?”

আর এক মহিলা বলছেন, “আমরা একদম নিরাপদ নই। আমাদের নিরাপত্তা দিন। রাষ্ট্রপতি শাসন জারি করুন। কিছু তো করুন!” আর এক মহিলা বলছেন, “পুরো দোকান তো জ্বলে গিয়েছে। কী খাব কিছুই বুঝতে পারছি না।” আর এক ব্যক্তি বলছেন, “কেন্দ্রীয় বাহিনী ছাড়া এখানে কিছু হবে না। রাষ্ট্রপতি শাসন জারি হোক।”এদিকে এরইমধ্যে অশান্ত এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে শান্তির বার্তা দিয়ে সোশ্যাল মাধ্যমে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ বারবার বলছে, গুজবে কান দেবেন না, সতর্ক থাকুন।

Get real time updates directly on you device, subscribe now.