নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ গতকাল আচমকা পূর্ব বর্ধমানের গলসিতে দু’টি দাঁতাল হাতি হানা দিয়েছে। এই নিয়ে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
এলাকাবাসীরা আশঙ্কা করছেন যে, বাঁকুড়া থেকে দামোদর নদ পেরিয়ে গলসিতে আসা এই দু’টি হাতির হানায় ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, আপাতত এই দু’টি হাতি দামোদর নদ পেরিয়ে গলসির সিমনোড় ডিভিসি খালের কাছে আছে।
এই দু’টি হাতি যাতে আউশগ্রাম জঙ্গলের দিকে না গিয়ে বাঁকুড়ার জঙ্গলের দিকে ফেরত পাঠানো যায় বন দপ্তরের আধিকারিকরা সেই চেষ্টাই করছেন। হাতি দু’টিকে তাড়াতে বন দপ্তরের আধিকারিকরা ও হল্লা পার্টির লোকেরা ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন।
ভারপ্রাপ্ত বনাধিকারিক ডিএম প্রধান বলেন, ‘‘এরা কেউই দলছুট হাতি নয়। সোনামুখীর জঙ্গল এবং দামোদর নদ পেরিয়ে হাতি দু’টি এই এলাকায় এসেছে। এই হাতিগুলি তুলনায় শান্ত প্রকৃতির। তাদের ফেরত পাঠানোর সবরকম চেষ্টা করা হচ্ছে।’’
প্রসঙ্গত উল্লেখ্য যে, কয়েকমাস আগেই এলাকায় প্রায় ৫০ টি হাতির একটি পাল আসে। বন দপ্তরের আধিকারিকদের অনেক চেষ্টার পর এই হাতির পালকে ফেরত পাঠানো হয়।