নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ ফের আবাস যোজনা কাণ্ডে শাসকদলের নাম জড়ালো। পূর্ব বর্ধমানের আউশগ্রামের বেরেণ্ডা পঞ্চায়েত প্রধানের দোতলা বাড়ি থাকা সত্ত্বেও শ্বশুরের নামেই বাংলা আবাস যোজনার অনুদান বরাদ্দ হয়েছে। তার মধ্যে শ্বশুর মৃত। এমনকি একই গ্রামে পাকাবাড়ি থাকা সত্ত্বেও এক জন সিভিক ভলান্টিয়র ও এক জন পঞ্চায়েত সদস্যের পরিবারের নামে আবাস যোজনার অনুদান বরাদ্দ হয়েছে। আর বেশ কয়েক জন দরিদ্র যোগ্য হওয়া সত্ত্বেও আবাস যোজনার অনুদান পাননি।
আবাস যোজনার অনুদান নিয়ে এরকমই একাধিক অনিয়মের অভিযোগ তুলে শোরগোল ছড়িয়ে পড়ে। গতকাল বেরেণ্ডা পঞ্চায়েত এলাকার শ্রীকৃষ্ণপুর,জয়কৃষ্ণপুর, নৃপতিগ্রাম,বেরেণ্ডা সহ এলাকার বাসিন্দারা পঞ্চায়েত অফিসে জড়ো হয়ে গ্রামপ্রধান মরিয়ম খাতুনকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখানোর পাশাপাশি অভিযোগ তোলেন, “খোদ প্রধানের পরিবারের দোতলা বাড়ি থাকতেও তাদের পরিবার আবাস যোজনার অনুদান পেয়েছেন। কিন্তু এলাকার গরিব মানুষের নাম তালিকা থেকে বাদ হয়ে গিয়েছে।”
আবার এদিন কৃষকদের জন্য সরকারী ক্ষতিপূরণের টাকা থেকে কাটমানি আদায়ের অভিযোগেরও উঠেছে। সুতরাং সব মিলিয়ে বেশকিছুক্ষণ এলাকাবাসীরা পঞ্চায়েত প্রধানকে ঘিরে রেখে বিক্ষোভ দেখান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি আয়ত্তে আনেন। যদিও পঞ্চায়েত প্রধান মরিয়ম খাতুন এই প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি।