নিজস্ব সংবাদদাতাঃ কাশ্মীরঃ নয়া দিল্লিতে একদিকে যখন উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে, তখন অন্যদিকে, জম্মু-কাশ্মীরের সেই পহেলগাঁও থেকে ষাট কিলোমিটার দূরে কুলগাম জেলার তাংমার্গে জঙ্গি ও নিরাপত্তারক্ষীদের মধ্যে গুলির লড়াই চলছে।
সূত্রের খবর, এদিন কয়েকজনের সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই জওয়ানদের তরফে এলাকায় সুরক্ষা বলয় তৈরী করা হয়েছে। এরপর জঙ্গিদের খোঁজে নামতেই জঙ্গি এবং নিরাপত্তারক্ষীদের মধ্যে মুহুর্মূহু গুলির লড়াই শুরু হয়। পরে তাংমার্গে আরো নিরাপত্তারক্ষীদের পাঠানো হয়েছে। উল্লেখ্য, অনন্তনাগ থেকে কুলগামের তংমার্গ এলাকার ওই সংঘর্ষস্থলের দূরত্ব কুড়ি কিলোমিটারের কাছাকাছি। আবার সোপিয়ানের দূরত্ব একই। এলওসির ওই পাড়েই লস্করের কয়েকটি লঞ্চ প্যাড রয়েছে। এর আগে সেখান থেকে বহুবার জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছে।
প্রসঙ্গত, গতকাল অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে বৈসরন উপত্যকায় ২৮ জন নিরস্ত্র সাধারণ পর্যটককে জঙ্গিরা গুলি করে খুন করে। এরপর ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) এই ঘটনার দায় স্বীকার করে। এই ঘটনার পরই সমগ্র দেশ একেবারে শোকস্তব্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের তরফে এই ঘটনায় স্পষ্ট একটাই বার্তা দেওয়া হয়েছে যে, ‘কোনো জঙ্গিকে রেয়াত করা হবে না।’