Indian Prime Time
True News only ....

অবশেষে SSC ভবনের সামনে থেকে অবস্থান তুলে নিলেন চাকরীহারারা

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আপাতত চাকরীহারা শিক্ষকরা এসএসসি ভবনের সামনে থেকে অবস্থান তুলে নিলেন। এবার শহিদ মিনারে অবস্থান চলবে। আংশিক দাবী পূরণ হওয়ায় গরমের ছুটির আগে অবধি যোগ্য শিক্ষকরা বিদ্যালয়ে যাবেন। তবে যোগ্য হয়েও যাদের নাম এসএসসির তালিকায় আসেনি, তাদের অধিকারের জন্য আন্দোলন জারি থাকবে। যোগ্য চাকরীপ্রার্থীদের নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য স্কুল সার্ভিস কমিশনকে দু’দিন সময় দেওয়া হয়েছে। আর দাবী পূরণ না হলে এবার বিকাশ ভবন অভিযান করবেন।

যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশের দাবীতে গত সোমবার থেকে চাকরীহারা শিক্ষকরা এসএসসি ভবনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন। কিন্তু সেদিন তালিকা প্রকাশ করা হয়নি। পরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, ‘‘এভাবে তালিকা প্রকাশ করা সম্ভব নয়।’’ তবে পরে কারা বিদ্যালয়ে যোগ দিতে পারবেন, ওই তালিকা ডিআইদের পাঠানো হয়। এরপর এদিন চাকরীহারা শিক্ষকরা এসএসসি ভবনের সামনে থেকে অবস্থান বিক্ষোভ তুলে নেওয়ার কথা জানান।
চাকরীহারা শিক্ষকদের তরফে মেহবুব মণ্ডল জানান, “বেশ কয়েকদিন ধরে এখানে অবস্থান চালাচ্ছিলাম। যে দাবীগুলি নিয়ে অবস্থান চালাচ্ছিলাম, তার আংশিক পূরণ হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত একটা গন্ডগোল রয়েছে। আমরা যোগ্যদের একটা তালিকা প্রকাশের দাবী জানিয়েছিলাম। ওই তালিকা ডিআই অফিসগুলিতে গিয়েছে। তবে সেই তালিকা যে দায়িত্বের সঙ্গে করা উচিত ছিল, তা হয়নি। মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষকদের রেকর্ড রাখে। স্কুল সার্ভিস কমিশনকে সেই কাজ করতে বলা হয়েছে, কারণ তারা সুপারিশ করে। সেখানে কিছু ভুল রয়েছে।
কারণ, স্কুল সার্ভিস কমিশনের সুপারিশের পরও হয়তো কেউ চাকরী করেননি, তার নামও চলে এসেছে। অযোগ্য হিসেবে পরিচিত হয়েছে। আবার যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাদের নাম বাদ গিয়েছে। অনেকে স্কুল পরিবর্তন করেছিলেন, তাদের নামও বাদ গিয়েছে। ফলে একটা বড়ো অংশের শিক্ষক-শিক্ষিকার নাম নথিভুক্ত করা হয়। আমরা দপ্তরকে এই জানিয়েছি। আজ ও কাল সময় দিয়েছি। তার মধ্যে এসব ঠিক না হলে আমরা বিকাশ ভবন ঘেরাওয়ের ডাক দেব।”

বিদ্যালয়ে যোগ দেওয়ার কথা জানিয়ে মেহবুব মণ্ডল বলেন, “আমাদের নাম এসে গিয়েছে। আদালতের নির্দেশ রয়েছে। স্কুলে একবার ফিরতেই হবে। ৩০ শে এপ্রিল থেকে গরমের ছুটি পড়ে যাবে। ২৯ এপ্রিল পর্যন্ত আমরা স্কুল যাব। ছুটির সময় আন্দোলনে নামব। তাই আন্দোলন প্রত্যাহার করছি। আর যোগ্যদের মধ্যে যাদের নাম আসেনি, তাদের জন্য অবস্থান চলবে। আমরা এখন শহিদ মিনারে যাব। ওখানে ধর্না অবস্থান চালাব।”

শহিদ মিনারে যাওয়ার অন্যতম কারণ হিসেবে মেহবুব বলেছেন, “আমাদের একটা রিভিউ পিটিশনের কাজ শুরু করছি। ওকালতায় নামায় সই সহ বিভিন্ন কাজ নিখুঁত হওয়া দরকার। কিন্তু এখানে উদ্ভূত পরিস্থিতিতে এই কাজ করতে চাই না। সেই কারণেও স্থান পরিবর্তন করতে চাইছি।”

এদিকে, যোগ্য শিক্ষকদের অভিযোগ, “গতকাল রাতে অযোগ্য শিক্ষকদের মধ্যে থেকে কেউ তাদেরই একজন শিক্ষক চিন্ময় মণ্ডলকে থাপ্পড় মারে। থানায় অভিযোগও করা হয়। তবে পুলিশ কাউকে ধরতে পারেনি। এসএসসি ভবনের সামনে থেকে অবস্থান তুলে নেওয়ার পিছনে এই ঘটনা কাজ করছে কি না, সেই প্রশ্নও উঠলে মেহবুব মণ্ডল বলেছেনন, “ওরা আমাদের প্রতিপক্ষ নয়। ওদের সাথে কোনো শত্রুতা নেই। ভয় পেয়ে স্থান পরিবর্তন হচ্ছে না।”

Get real time updates directly on you device, subscribe now.