নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের চিত্রকূটে ২৮ বছর বয়সী শঙ্কর নামে এক জন যুবক বাঁধের জলে মাছ ধরতে ধরতে মজাচ্ছলে মুখে জ্যান্ত বাইন মাছ নিয়ে দাঁত দিয়ে চেপে রেখেছিলেন। আর তাতেই ভয়াবহ বিপত্তি ঘটে গেল।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শঙ্কর বাজার থেকে আনাজ কিনতে বেরিয়েছিলেন কিন্তু মাঝপথেই কয়েক জন বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেলে তারা জানান যে, তারা বাঁধের জলে মাছ ধরতে যাচ্ছে। সেই শুনে শঙ্করও বন্ধুদের সাথে মাছ ধরতে চলে যায়। এরপর সকলে মিলে মাছ ধরা শুরু করে। আর সেই সময় শঙ্কর একটা বাইন মাছ ধরেছিল।
তারপর সে মাছটি মজাচ্ছলে মুখে নিয়ে দাঁতের মাঝে চেপে ধরে রেখেছিলেন। যা দেখে বন্ধুরা হাসাহাসি শুরু করে। তা দেখে শঙ্করও হেসে ফেলতেই মাছটি মুখের ভিতরে ঢুকে সোজা পেটে চলে যায়। যা দেখে বন্ধুরাও ঘাবড়ে গিয়েছিল। এরপর শঙ্কর বাড়িতে চলে আসার পর শরীরে অস্বস্তি হতে শুরু করলে পুরো বিষয়টি বাড়িতে জানায়।
পরিবারের সদস্যরা তা শোনামাত্রই স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল থেকে জেলা হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেয়। তবে পরিবারের সদস্যরা তা না করে মাছ বার করার জন্য তাকে এক জন তান্ত্রিকের কাছে ঝাড়ফুঁকের জন্য নিয়ে যান। তারপর সেখান থেকে বাড়িতে চলে আসলে ভোররাতে শঙ্করের মৃত্যু হয়।