নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুঃ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক যুবক এক কিশোরীকে চোদ্দ বার ছুরি চালিয়ে খুন করে নিজেও আত্মঘাতী হয়। তামিলনাড়ুর ত্রিচি এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা গেছে, ১৬ বছরের একাদশ শ্রেণীর ওই কিশোরী ত্রিচির আথিকুলমের বাসিন্দা। পরিবারের অভিযোগ, দীর্ঘ দিন থেকে কেশবন নামে ২২ বছর বয়সী এক যুবক মেয়েকে উত্ত্যক্ত করছে। বার বার প্রেমের প্রস্তাব দিলেও ওই কিশোরী নাকচ করে দিয়েছিল। তা সত্ত্বেও কেশবন পিছু ছাড়েনি।
এছাড়া প্রায় এক বছর আগে ওই কিশোরীকে অপহরণের দায়ে পকসো আইনে জেলও হয়। সম্প্রতি জেল থেকে বেরিয়ে আবারও ওই কিশোরীকে রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রেম নিবেদন করলে তা প্রত্যাখ্যান করলে রাগের বশে তার উপর ঝাঁপিয়ে পড়ে পর পর চোদ্দ বার এলোপাথাড়ি ছুরি চালিয়ে রাস্তায় ছুরি ফেলে চম্পট দেয়।
এরপর রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। পুলিশ এই ঘটনার তদন্তে নেমে তিনটি দল গঠন করে কেশবনের খোঁজ শুরু করলে গতকাল রাতেরবেলা মানাপ্পারাইয়ের কাছে একটি রেললাইন থেকে কেশবনের দেহ উদ্ধার হয়।
আর পাশেই মোবাইল ফোনটি পড়ে থাকায় পরিবার দেহটি শনাক্ত করেন। কিন্তু এটি আত্মহত্যা না দুর্ঘটনা না নাকি অভিযুক্ত কেশবনকে কেউ খুন করেছে তা জানতে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছেন।