নিজস্ব সংবাদদাতাঃ কোলাঘাটঃ ছি ছি!! শুধুমাত্র টাকা না পাওয়ার কারণেই ছেলের হাতে প্রাণ হারাতে হলো বাবাকে। এ যেন চরম অমানবিকতা। এই মর্মান্তিক ঘটনাটি পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দহবরনান গ্রামে ঘটেছে। মৃত ৭০ বছর বয়সী আশরফ আলি খান।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায়ই আশরফবাবুর সাথে ছোটো ছেলে কবীরের বিবাদ লেগেই থাকতো। কখনো টাকা-পয়সা চাওয়া নিয়ে তো আবার কখনো জমিজমার ভাগ বাঁটোয়ারা নিয়ে। ঘটনার দিন কবীর বাবার কাছ থেকে কিছু টাকা চেয়েছিল কিন্তু আশরফবাবু টাকা দিতে রাজি না হওয়ায় আবারও বিবাদ শুরু হয়ে যায়।
ঠিক তখনই চিৎকার চেঁচামেচির মধ্যে হঠাৎ করে কবীর আশরফবাবুর গলা টিপে ধরলে ছটফট করতে করতে শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারায়। পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কবীর ও তার মাকে গ্রেপ্তার করে।
অবশ্য মৃতের পরিবারের পক্ষ থেকে দাবী উঠেছে যে, “কবীর মানসিক ভারসাম্যহীন। এর আগেও বাবাকে কয়েকবার খুনের হমকি দিয়েছিল”। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীরা অভিযুক্তের কঠোর শাস্তির দাবী জানিয়েছেন।