নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ গতকাল পূর্ব বর্ধমানের কাটোয়ায় প্রতিবাদের সুর চড়াতেই প্রাণে মরতে হলো কাটোয়ার নলাহাটি গ্রামের বাসিন্দা ৪৫ বছর বয়সী মিহির পণ্ডিত নামে এক ব্যক্তিকে। কাটোয়ার জগদানন্দপুর গ্রামে একটি কারখানার পিছন থেকে মিহিরবাবুর দেহ উদ্ধার করা হয়েছে।
জানা গিয়েছে যে, পাড়ার এক বিধবা মহিলা টুকি পণ্ডিতের তিন ছেলে বাইরে কর্মরত। টুকির বাড়িতে বাইরের লোকজনের আনাগোনা ছিল। তাদের মধ্যে স্থানীয় দুই বাসিন্দাও ছিলেন। আর মিহিরবাবু এই ঘটনার প্রতিবাদ করায় তাকে পিটিয়ে খুন করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Hereমিহিরবাবুর ভাই শিবু পণ্ডিত পুলিশের কাছে অভিযোগ জানান, ‘‘শিবুবাবু মিহিরবাবুর সাথে পাশের গ্রাম জগদানন্দপুরে রাধাগোবিন্দ জিউয়ের পুজো উপলক্ষে মেলায় যাত্রা দেখতে গিয়েছিলেন। যাত্রা চলাকালীন আখড়া গ্রামের বাসিন্দা প্রশান্ত মহলাদার ও জগদানন্দপুর গ্রামের সোমনাথ মাঝির সাথে ঝামেলা হয়।
কারণ রাতের বেলা টুকি নামের ওই মহিলার বাড়িতে বাইরের লোকজনের পাশাপাশি প্রশান্ত এবং সোমনাথের যাতায়াত ছিল। আর প্রায় ছ’মাস আগে মিহিরবাবু এই ঘটনার প্রতিবাদ করায় প্রশান্ত ও সোমনাথের সাথে ঝামেলা হয়। এদিন ওই পুরনো ঝামেলার প্রসঙ্গ টেনে আবারও বাকবিতণ্ডা থেকে হাতাহাতি শুরু হয়।’’
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে শিবুবাবু প্রতিবেশীদের সাথে বাড়ি চলে যাওয়ায় প্রশান্ত এবং সোমনাথ মিহিরবাবুকে একা পেয়ে তার দিকে বাঁশ ছুড়তেই তিনি পায়ে বাঁশ লেগে পড়ে যেতেই ব্যাপক মারধর করতেই মারা যান। এই হামলার দৃশ্য এলাকার সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে। পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান।
Sponsored Ads
Display Your Ads Hereএর সাথে সাথে পুলিশ অভিযোগের ভিত্তিতে টুকি নামের ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। আর অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।