নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ নির্বাচনী প্রচারে যাওয়ার আগেই মহারাষ্ট্রের উদ্ধবসেনার নেতা সুষমা আন্ধারের হেলিকপ্টার ভেঙে পড়ে। তবে নিজে বড়ো বিপদের হাত থেকে রক্ষা পেলেন। আজ সকালে সুষমা আন্ধারের রায়গড়ে নির্বাচনী প্রচারে যাওয়ার কথা ছিল। সেই অনুযায়ী মাহাড়ে একটি হেলিপ্যাডও বানানো হয়। তিনি ওই হেলিপ্যাড থেকেই হেলিকপ্টারে চেপে জনসভায় যেতেন।
কিন্তু হেলিকপ্টারটি হেলিপ্যাডে নামার আগেই বেসামাল হয়ে পড়ে। আর হঠাৎ মাটিতে আছড়ে পড়ে পাল্টি খায়। ভিডিয়োতে দেখা যাচ্ছে, নীল-সাদা রঙের একটি হেলিকপ্টার ধুলো উড়িয়ে হেলিপ্যাডে নামার চেষ্টা করছে। তবে মাটি থেকে দশ ফুট উপরে আচমকাই সেটি বেসামাল হয়ে পড়ে। পাইলট হেলিকপ্টারটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেও পারেননি। এরপর হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ে কয়েক বার পাল্টি খায়। এতে হেলিকপ্টারের রোটর ব্লেড কয়েক টুকরো হয়ে যায়। এই ঘটনায় মাহাড়ে শোরগোল পড়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
এই দুর্ঘটনায় হেলিকপ্টারের পাইলট আহত হয়েছেন। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সুষমা আন্ধারে চোখের সামনে এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন। যদিও পরে সুষমা আন্ধারে গাড়িতে করেই ভোটপ্রচারের জন্য রায়গড়ের উদ্দেশ্যে রওনা হন।
Sponsored Ads
Display Your Ads Here