ব্যুরো নিউজঃ আমেরিকাঃ আমেরিকার ক্যালিফোর্নিয়ায় মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষের জেরে বেশ কয়েক জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
সূত্র মারফত জানা গিয়েছে, গতকাল ওয়াটসনভিল শহরের স্থানীয় মিউনিসিপ্যাল বিমানবন্দরে দু’টি ছোটো বিমান অবতরণের চেষ্টা করার সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় দু’টি বিমান মাটি থেকে ২০০ ফুট উচ্চতায় ছিল। বিমান ওঠা-নামার জন্য এই বিমানবন্দরে ‘কন্ট্রোল টাওয়ার’ নেই।
Sponsored Ads
Display Your Ads Here
আর দু’টি বিমানে মোট তিন জন ছিলেন। এই দুর্ঘটনায় তারা কেউ বেঁচে রয়েছেন কিনা তা এখনো স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে দুর্ঘটনার সময় রানওয়েতে থাকা কেউ আহত হননি। তবে এই দুর্ঘটনা ঘটেছে কিভাবে তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here