অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ এবার কেন্দ্রের তরফে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় ও উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতি তমঘ্ন ঘোষকে এক্স ক্যাটাগরী নিরাপত্তা দেওয়া হয়েছে। অর্থাৎ গতকাল রাত থেকে তাপস রায় এবং তমঘ্ন ঘোষের নিরাপত্তায় চার জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দেহরক্ষী হিসেবে মোতায়েন করা হয়েছে।
সূত্রের খবর, তাপস রায় ও তমঘ্ন ঘোষের উপর হামলা হতে পারার আশঙ্কা থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করে। উল্লেখ্য যে, এ রাজ্যের আরো বেশ কয়েকজন বিজেপি নেতার নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন হতে চলেছে।
Sponsored Ads
Display Your Ads Here