নিজস্ব সংবাদদাতাঃ পাঞ্জাবঃ গতকাল গভীর রাতেরবেলা পাঞ্জাবের হরিয়ানার ঝজ্জরের জাতীয় সড়কের ধারে একটি বেপরোয়া ট্রাক ঘুমন্ত শ্রমিকদের একেবারে পিষে দিয়েছে। এই মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয়েছে মোট ৩ জনের। আর গুরুতর আহত হয়েছেন ১১ জন।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই শ্রমিকরা কুন্ডলি-মানেসার-পালওয়াল এক্সপ্রেসওয়ে সারাইয়ের কাজে এসেছিলেন। তাই দিনভর কাজের শেষে রাতেরবেলা এক্সপ্রেসওয়ের ধারে শুয়ে পড়ায় ওই ঘাতক ট্রাক ঘুমন্ত শ্রমিকদের উপরে হুড়মুড়িয়ে উঠে আসে। এরপর রাস্তার ধারের একটি ব্যারিকেডে ধাক্কা মেরে উল্টে যায়।

- Sponsored -
এই ঘটনায় আহতদের মধ্যে দশ জনকে রোহতকের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস ও এক জনকে বাহাদুরগড় হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়।
পাশাপাশি ঝজ্জর থানার পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করে দিয়েছে। এছাড়া ঘাতক গাড়ি সহ চালকের খোঁজে তল্লাশি চালানোর সাথে সাথে রাতেরবেলা রাজ্যের জাতীয় সড়কগুলিতে আরো নজরদারী বাড়ানো হবে বলে জানানো হয়েছে।