চয়ন রায়ঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ আজ ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস। প্রতি বছর এই দিবসে নলেজ সিটিতে বৃক্ষরোপন অনুষ্ঠান করা হয়। আর চলতি বছরেও এর কোনোরকম ব্যতিক্রম হয়নি।

Sponsored Ads
Display Your Ads Hereকরোনা বিধি মেনে বৃক্ষরোপন অনুষ্ঠানের সূচনা করা হয়। নলেজ সিটির প্রাণপুরুষ ডঃ আব্দুর রবের হাত দিয়ে বৃক্ষরোপন করে এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=-az-STLEmYM

Sponsored Ads
Display Your Ads Hereএই বৃক্ষরোপণ অনুষ্ঠানে দিল্লি পাবলিক হাই স্কুলের প্রিন্সিপাল শতদ্রু রায়, এম বি মেমোরিয়াল একাডেমীর শিক্ষার্থী সহ শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
আজ নলেজ সিটি প্রাঙ্গণে মোট ৫০০ টি গাছ লাগানো হয়। আগামী দিনগুলোতে আরো ৪৫০০ টি গাছ লাগানোর পরিকল্পনা করা হয়েছে।
বিভিন্ন ফলের গাছ লাগানোর সাথে সাথেই কৃষ্ণচূড়া গাছও লাগানো হয়। এই উপলক্ষে এম বি মেমোরিয়াল একাডেমীর পক্ষ থেকে সমস্ত করোনা বিধি মেনে একটি ছোট্ট অনুষ্ঠানও করা হয়।
প্রসঙ্গত উল্লেখ্য যে, নলেজ সিটি হলো দ্বিতীয় শান্তিনিকেতনেরই আরেক অঙ্গ। শান্তিনিকেতনের সমস্ত ছোঁয়াই নলেজ সিটি প্রাঙ্গণে রয়েছে। তাই শান্তিনিকেতনে অনুষ্ঠিত হলকর্ষ, পৌষমেলা, বৃক্ষরোপণ, বসন্ত উৎসবের ন্যায় এখানেও সেই সকলপ্রকার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে।









