নিজস্ব সংবাদদাতাঃ সিকিমঃ তৈরী হওয়ার এক বছরের মধ্যে গতকাল উত্তর সিকিমের তিস্তা নদীর উপর নির্মিত বেইলি ব্রিজ ভেঙে গেল। একটি মালবোঝাই লরি পার হওয়ার সময় সঙ্কলাং সেতুতে বিপত্তি ঘটেছে। ষাট মিটার দীর্ঘ ওই সেতু ভেঙে পড়ায় প্রচুর মানুষ অসুবিধায় পড়েছেন। লাচেন ও লাচুংয়ের মধ্যে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অনেক পর্যটকও আটকে পড়ায় ঘুরপথে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। আর সেতু ভেঙে যাওয়ায় মঙ্গন এবং আপার জঙ্গু এলাকায় যানজট শুরু হয়েছে।
গত বছরের জুন মাসে তিস্তার উপর তৈরী পুরোনো সেতু ভেঙে যায়। ওই সময় অতিবৃষ্টিতে উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকা বিধ্বস্ত হয়। সেই সময় তিন দিনের মধ্যে যুদ্ধকালীন তৎপরতায় সেনার সহযোগীতায় বেইলি ব্রিজ তৈরী হয়। চলতি বছর সেনার বর্ডার রোড অর্গানাইজেশনের সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হলে গত ১ লা জানুয়ারী থেকে যান চলাচল শুরু হয়। কিন্তু যান চলাচলের দেড় মাস কাটতে না কাটতেই একটি মালবাহী লরি পারাপারের সময় সেতুটি ভেঙে যায়। তবে এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আপাতত যারা উত্তর সিকিমে ভ্রমণে গিয়েছেন, তাদের অনেকে চিন্তায় পড়েছেন। পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া অবধি প্রশাসনের তরফে ওই এলাকার সমস্ত গাড়িচালক ও পথচারীদের সঙ্কলাং রুট এড়িয়ে অন্যত্র ঘুরপথে যেতে বলা হয়েছে। এখন মঙ্গন, জঙ্গু থেকে চুংথাং যাতায়াতের জন্য ঘুরপথ ব্যবহার করতে হবে।