নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ নির্দিষ্ট সময়ের পরিবর্তে অনিয়মিত ট্রেন চলাচলের প্রতিবাদে আজ হাওড়া-তারকেশ্বর রেল লাইন শাখার নাসিবপুর স্টেশনে যাত্রীদের একাংশ বিক্ষোভ দেখান। এর জেরে আপ ও ডাউন লাইনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তাতে অন্যান্য যাত্রীরাও অসুবিধায় পড়েন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন যে, “দীর্ঘদিন যাবৎ হাওড়া-তারকেশ্বর লাইনে ট্রেন ব্যাপক দেরীতে চলছে। কখনো ভোরবেলা থেকে হাওড়াগামী সমস্ত ডাউন ট্রেন দেরীতে আসছে। তো কখনো আবার শুধুমাত্র ঘোষণা করেই ট্রেন বাতিল হয়ে যাচ্ছে।
অথচ ভোরবেলা এই ট্রেনগুলিতেই ফুল-মাছ-সবজি নিয়ে হাওড়া সহ কলকাতায় মানুষ আসেন। এর ফলে অফিস যাত্রী থেকে শুরু করে পাইকারী ব্যবসায়ী সকলকেই প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।” এর ফলে এদিন রেল অবরোধ করা হয়েছে। রেল পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সাথে কথা বলে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।